পিবিএ,নাটোর: নাটোরের গুরুদাসপুরে ৬ষ্ঠ শ্রেণীর (১৪) বছরের এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান। এসময় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী বর মো.রাকিব হাসান(২২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বরের বাবা মো.খলিলুর রহমান কে একই আইনে ২০ হাজার টাকা জরিমানা করে আর কখনও অপ্রাপ্তবয়স্ক কোন মেয়ের সাথে ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা যেন না করে সেই শর্তে মুচলেকা নিয়ে বরের বাবাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে কনের অভিভাবকরা পালিয়ে গেলে তাদেরকে আটক করা যায়নি এবং কনেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। উপজেলা সূত্রে জানাগেছে, উপজেলার পৌর সদরের খলিফাপাড়া এলাকায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে পার্শবর্তী সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামের একটি ছেলের সাথে বিবাহ দেওয়ার আয়োজন চলছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রসিকিউটর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে বিয়ের আয়োজন চলাকালিন সময়ে হাতে নাতে তাদেরকে আটক করা হয় এবং বিয়ে পন্ড করে দেওয়া হয়।
পিবিএ/এনএইচএন /আরআই