বাল্য বিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড

“বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়” এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা
বাল্য বিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড

পিবিএ, টাঙ্গাইল: “বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়” এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। মঙ্গলবার স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে উপজেলার টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সমাবেশে এই লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।

টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলাল, পৌর কাউন্সিলর খন্দকার শরিফুল আলম, আনোয়ার হোসেন,

প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম রানা, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান প্রমুখ। পরে বাল্য বিয়ের, যৌতুক ও মাদকের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

পিবিএ/এমআর/আরআই

আরও পড়ুন...