স্থায়ী সেতু নির্মাণের দাবি দুই গ্রামবাসীর

তাহজীবুল আনাম,পিবিএ,কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলা অন্তর্গত ছাদর পাড়া-চরপাড়া গ্রামের মধ্যস্থলে বাকখাঁলী নদীর অংশে এ বাঁশের সাঁকো অবস্থিত। একটি সেতুর অভাবে দূর্ভোগে দুই গ্রামের হাজারো মানুষ।
প্রতিদিন হাজার হাজার মানুষের জীবনের তাগিদে এপাড় থেকে ওই পাড়ে যেতে হয়। সাঁকোর এপাড়ে ছাদর পাড়া, ওপাড়ে চরপাড়া।ক্ষেত খাবারই দুই অঞ্চলের মানুষের প্রধান পেশা। এক গ্রামের লোকজনদের অন্য গ্রামে গিয়ে চাষ- খামার করে খেতে হয়। এবং চরপাড়ার মানুষের ছাদর পাড়া হয়ে বাজার ও ছেলে মেয়েদের স্কুলে যেতে হয়। সব মিলে দু’গ্রামের মধ্যে একটি গভীর সেতুবন্ধন। কিন্তু এ গভীর সেতুবন্ধন একটি সেতুর অভাবে মিলমিশ হচ্ছে না।

এ বাশ দিয়ে হাটতে অনেকে নিচে পড়ে যাচ্ছে, শিশু ও বয়স্করা তো হাটতেও পারেনা। ওপাড় থেকে এপাড়ে ভারী কিছু আনতে সমস্যা হয়ে যায় অনেক। ফলে নদীর উপর দিয়ে নৌকা ভাসিয়ে মালপত্র বহন করতে হয়।বর্ষাকালে ছেলে মেয়েদের স্কুলে যেতে এবং বাজারে যেতে সমস্যা হয়ে যায়। কেউ অসুস্থ হলে এ বাঁশ দিয়ে যাওয়া -আশা অনেক কষ্টের। মানুষ মারা গেলে ভেলা ভাসিয়ে কবরে নিতে হয়। সব কিছু মিলে এ দুই গ্রামের যোগাযোগ রক্ষা করতে একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবী।

ছাদর পাড়া গ্রামের মীর কাসেম পিবিএ কে বলেন, প্রতিদিন অনেক কষ্ট করে এ পথ দিয়ে যাতায়াত করি। যদি এখানে ক্ষেত খামার করে খেতে না হতো তাহলে ভুল করেও এপথে আসতাম না। স্কুল পড়ুয়া রেদোয়ান আহমদে জানান, সাঁকো দিয়ে যাতায়াত করা অনেক ঝুঁকির, একটু এদিক ওদিক হলে সোজা নিচে পড়ে যায়। সাতার জানা না থাকলে মৃত্যুও হতে পারে। বর্ষামৌসুমে সাঁকো পিচ্চিল হওয়ায় যাতায়াত একেবারেই বন্ধ।

পিবিএ/টিএ/জেডআই

আরও পড়ুন...