পিবিএ, ঢাকা : রাজধানীর শেওড়াপাড়ায় তেতুলিয়া বাসের চাপায় এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই বাসচালককে আটক করেছে পুলিশ।
ফাইল ছবি
তবে, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় এবং দুর্ঘটনার কারণ জানা যায়নি। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর কল্যাণপুরে সড়ক পার হতে গিয়ে তেলবাহী লরির চাপায় আবদুর রাজ্জাক নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হন।
বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পিবিএ/এমএস