বাসন্তি চাকমাকে অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি হতে সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমাকে জাতীয় সংসদের সদস্যপদ থেকে অপসারণ, আওয়ামীলীগ থেকে বহিষ্কার, সেনাবাহিনী ও বাঙ্গালীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দেয়া বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে কয়েকটি সংগঠন।
বুধবার সকালে রামগড় বাজারে বিশাল বিক্ষোভ মিছিল শেষে হাইপ্লাজার সামনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রামগড় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল আলম কামাল, যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের , রামগড় পৌরসভার মেয়র কাজী মো:শাহজাহান রিপন, বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা মো: জালাল, রবিউল হোসেন, ইমাম কাউছার হোসেন, রামগড় সভাপতি মো: সাইফুল ইসলাম এবং পৃথক মানববন্ধনে পার্বত্য অধিকার ফোরাম মাটিরাঙ্গা আহবায়ক ওসমাান চিসতি, রামগড় শাখার আহবায়ক মোঃ ইউনুুছ, কেন্দ্রিয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোকতাদের হোসেন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাইন উদ্দিন বক্তব্য রাখেন।

বক্তারা উগ্র সাম্প্রদায়িক ইউপিডিএফ নেত্রী বাসন্তী চাকমা কি করে আওয়ামী লীগের দলীয় পরিচয় ধারণ করে সংসদে গেল তাতে বিস্ময় প্রকাশ করে তাকে দল থেকে বহিস্কারের দাবী জানান। বক্তারা বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে যখন পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন সংসদে বাসন্তি চাকমা পার্বত্য অঞ্চল নিয়ে উগ্র সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে তা নষ্ট করার পায়তারা চালাচ্ছে। তিনি কার এজেন্ডা বাস্তবায়নে পাহাড়ের অধিবাসি বাঙ্গালী ও সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে হেয় করছে তা তদন্তেরও দাবী জানান।
মানববন্ধন শেষে পার্বত্য অধিকার ফোরাম রামগড় উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত‌‌ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। পরে বাসন্তি চাকমার কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম সংসদীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য (৯) বাসন্তি চাকমা তার জন্য নির্ধারিত স্বাগত বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালী জনগোষ্ঠী ও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও অপপ্রচারমূলক বক্তব্য দেন।

পিবিএ/এন ইউ/হক

আরও পড়ুন...