বাসন্তি চাকমাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: পিবিসিপি

Child Welfare Council PBCP Press Conference-PBA 05

পিবিএ,ঢাকা: সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তি চাকমার জাতীয় সংসদে দেয়া বক্তব্যের প্রতিবাদ,সংসদ থেকে বহিঃস্কার ও তার দেয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়া এবং জাতীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ কন্ফারেন্স রুমে এই সাংবাকি সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জি:আলকাছ আল মামুন ভ’ইঁয়া। এতে উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ আহাম্মদ রাজু, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মো:আবদুল হামিদ রানা, পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাদাৎ ফরাজি সাকিব প্রমুখ।

লিখিত বক্তব্যে মামুন ভূইয়া বলেন,গত ২৬ শে ফেব্রুয়ারী জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত এমপি বাসন্তি চাকমা তার বক্তব্যে উগ্রসাম্প্রদায়িকতার উসকানী দিয়েছেন,বাংলাদেশের ১৬ কোটি মানুষের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত করেছে,দেশপ্রেমিক সেনাবাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে ডাহা মিথ্যাচার ও বিষোধগার করে তাদের অবদানকে কালিমালেপন করেছেন এবং ৩০ হাজারের বেশী বাঙালীর খুনী শান্তিবাহিনীর সন্ত্রাসীদের ভাই বলে সম্বোধন করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদেরকে উৎসাহীত করেছে। মুখোশধারী এ সন্ত্রাসী নেতা বাংলাশে আওয়ামীলীগকে কলংকিত করেছেন। এ জন্যে তাকে দল থেকে বহিস্কার,সংসদ থেকে পদত্যাগ ,নইলে সংসদ থেকে বহিস্কার এবং ধর্মীয় অনুভ’তিতে আঘাতের দায়ে জাতীয় সংসদে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা ও তার দেয়া মিথ্যা বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে । অন্যথায় হরতালসহ কঠিন কর্মসূচী দেয়ার করার হুঁশিয়ারী উচ্চারন করেণ তিনি।

লিখিত বক্তব্যপাঠ শেষে তিনি পিবিএ’কে জানান,আগামী ৬মার্চ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও স্পীকারকে স্মারকলিপি প্রদান করা হবে ।

পিবিএ/হক

আরও পড়ুন...