পিবিএ, বান্দরবান : সংসদে সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রামের জনসাধারণকে জড়িয়ে সাম্প্রদায়িক উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়ির মহিলা এমপি বাসন্তী চাকমার পদত্যাগের দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। আজ রবিবার সকালে বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রের গৌরব সেনাবাহিনী ও বাঙ্গালী জাতিগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপন করেছেন। যা মিথ্যা ও সাম্প্রদায়িক উস্কানীমূলক। তার বক্তব্য পার্বত্য এলাকার শান্তি বিঘ্ন ঘটাবে, পাহাড়ী সন্ত্রাসীদের মদদ দিবে। এটা পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের অংশ। একজন এমপি এ ধরনের সাম্প্রদায়িক হলে সে কখনো এলাকায় সমভাবে উন্নয়ন করতে পারেন না। বরং এরা পার্বত্য এলাকার বিরাজমান শান্তি নষ্ট করার চক্রান্ত বাস্তবায়ন করবে। তাই এ ধরনের উগ্র সাম্প্রদায়িক মহিলাকে সংসদ থেকে বিতাড়িত করার দাবী জানান তিনি।
মানববন্ধনে অংশগ্রহনকারী অন্যান্য বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করে বাসন্তী চাকমা শপথের লঙ্ঘন করায় জাতীয় সংসদে দেওয়া উস্কানীমূলক বক্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ না করলে পার্বত্য এলাকায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এদিকে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে জেলার সাতটি উপজেলা লামা আলীকদম নাইক্ষ্যংছড়ি রোয়াংছড়ি রুমা ও থানচিতেও বাসন্তী চাকমার পদত্যাগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাসন্তী চাকমার কুশপুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য, বাসন্তী চাকমা একাদশ জাতীয় সংসদের অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য প্রদানের সময় পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী পাহাড়ীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে এবং পার্বত্য এলাকায় বসবাসকারী বাঙ্গালীদের বহিরাগত উল্লেখ করে মহান সংসদে বাঙ্গালীদের হেয় প্রতিপন্নমূলক সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করে।
পিবিএ/আরপি/জিজি