রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও এডভোকেসি সভা করেছে ‘বাসা’ ফাউন্ডেশন।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শহরের সর্দারপাড়া এলাকায় মেক্সিক্যান ফাস্ট হটসাবওয়েত সভাকক্ষে ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় এ মতবিনিময় ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের সিটি কো-অডিনেটর অসীম চন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় ও এডভোকেসি সভায় বর্জ্য ব্যবস্থাপনার ওপর ভিজুয়াল ধারণাপত্র উপস্থাপন করেন সেন্ট্রাল ওয়াশ কো-অর্ডিনেটর প্রিন্স দে রনি।
মতবিনিময় সভার আলোচ্য বিষয় ছিল- জামালপুর শহরে পয়ঃবর্জ্য ও কঠিনবর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, জেলার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনা, সুযোগ, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ ও সুপারিশ, শহরের জলাবদ্ধতা ও বন্যা আক্রান্ত এলাকায় বন্যা সহনশীল স্যানিটেশন প্রযুক্তির প্রয়োজনীয়তা, বন্যা সহনশীল স্যানিটেশন প্রযুক্তির সফলভাবে স্থাপন ও তার প্রেক্ষাপট সংক্রান্ত ভিডিও প্রদর্শন এবং এ সম্পর্কে মতামত গ্রহণ, পয়ঃবর্জ্য ও কঠিনবর্জ্য নিয়ে ব্যবসার সম্ভাবনা, সুযোগ, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ ও সুপারিশ।
ভিজুয়াল ধারণাপত্র উপস্থাপনের পর সাংবাদিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।