পিবিএ, সাভার : সাভারের আশুলিয়ায় দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনের মালামাল রাখার বক্সে স্যুটকেস বন্দী অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তবে তাৎক্ষণিকভাবে তরুণীর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ।
রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে সেবা গ্রীন লাইন (ঢাকা মেট্রো ব-১৫-৩৯৮৭) নামের ওই বাসের মালামাল রাখার বক্সে থেকে স্যুটকেস বন্দী তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সেবা গ্রীনলাইন পরিবহনের নবীনগর কাউন্টারের মালিক লিটন জানান, শুক্রবার (১৩ মার্চ )দুপুরে সেবা গ্রীন লাইনের ওই গাড়িটি গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে । এসময় নবীনগর পৌঁছালে ১৯ জন যাত্রী মালামালসহ বাসটিতে ওঠে । পরে ৪০ জন যাত্রী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ।এসময় বাসটি মানিকগঞ্জের আরিচায় পৌঁছালে নদী পারাপারের জন্য ফেরিতে ওঠে । পরে বাসটি নদী পার হলে নবীনগর থেকে বাসে ওঠা এইচ-১ এর যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিলো না ।এরপর বাসটি গোপালগঞ্জের নাজিরপুর এলাকায় পৌঁছালে বাসের বক্সে একটি কালো স্যুটকেস দেখতে পায় স্টাফরা ।পরে মালিক খুঁজে না পাওয়া স্যুটকেসটি নবীনগর ফেরত পাঠানো হয় ।এসময় স্যুটকেস থেকে দুর্গদ্ধ বের হওয়ায় আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় পরিবহন কতৃপক্ষ ।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)মাসুদ মুন্সী জানান, খবর পেয়ে আশুলিয়া থানা ঘটনাস্থল পরিদর্শন করেছে । এসময় স্যুটকেস থেকে দুর্গদ্ধ বের হওয়ায় পিবিআই সদস্যদের উপস্থিতিতে স্যুটকেসটি খোলা হয়েছে । পরে এক তরুণীর রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহত তরুণীর পড়নে একটি হলুদ পায়জামা ও অর্ন্তবাস ছিল বলে জানান তিনি।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।
পিবিএ/জেডআই