রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর সদরের লাহিড়ীকান্দায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির ভ্যানচালক আবু সাঈদ (৩৫) নিহত হয়েছেন। এ সময় ওই কোম্পানির দুজন স্টাফ তানভীর ও জাহিদ গুরুতর আহত হয়েছেন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ ময়মনসিংহের কোতোয়ালী থানার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সাথে ঢাকাগামী রাজিব বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানচালক আবু সাঈদ মারা যান। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ ও স্থানীয়রা। এসময় চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়।
এ বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মাসুদুজ্জামান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।