পিবিএ ডেস্ক : বাহামা দ্বীপপুঞ্জের আবাকো উপকূলের অদূরে একটি নৌযান ডুবে হাইতির অন্তত ২৮ নাগরিকের মৃত্যু হয়েছে। রয়্যাল বাহামাস ডিফেন্স ফোর্স (আরবিডিএফ) গতকাল রোববার একথা জানায়।
এএফপি জানায়, আরবিডিএফ জানায়, ডুবুরিরা সেখানে দু’দিন ধরে অভিযান চালিয়ে এখন পর্যন্ত মোট ১৭ জনকে জীবিত ও ২৮টি লাশ উদ্ধার করেছে।
পিবিএ/জিজি