পিবিএ ডেস্ক: বাড়ির ওপর ভেঙে পড়লো আস্ত বিমান। দক্ষিণ আমেরিকার দেশ চিলির পুয়ের্তো মন্ট শহরে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে।এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে।আহত হয়েছেন ১জন।
পুয়ের্তো মন্টের মেয়র হ্যারি জারগেনসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই পুয়ের্তো মন্ট শহরের একটি বাড়ির উপর একটি বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা পাইলটসহ ৬ জন নিহত হয়েছে।
বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।
তবে বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়েছে, সেই বাড়িতে কতজন ছিল তা জানা যায়নি।
পিবিএ/এএইচ