বাড়ির সীমানা নিয়ে বিরোধ, ভাতিজাকে গলা কেটে হত্যা

পিবিএ,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রামে চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ওয়াসিম নামে দুই বছর বয়সী এক শিশুকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত শিশু ওয়াসিম হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার ডালারকান্দি গ্রামের আ. ওয়াদুদের ছেলে।

ঘটনার সময় ঘাতক আলকাস মিয়াকে আটক করার চেষ্টা করলে ছুরিকাঘাতে তার শ্বশুর সুরুজ আলী (৭০), শ্যালক মুজিবুল হক (২৫) ও আ. ওয়াদুদের ভাই নূরু মিয়া (৫০) আহত হন। তাদের অষ্টগ্রাম হাসপাতালে আনা হলে সুরুজ মিয়া ও মুজিবুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আ. ওয়াদুদ ও তার চাচাত ভাই আলকাস মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এর জেরে সকালে লোকজনের অনুপস্থিতির সুযোগে আলকাস মিয়া ছুরি নিয়ে ওয়াদুদের ঘরে ঢুকেন। এসময় বিছানায় শায়িত ওয়াসিমকে জবাই করে হত্যা করেন। হত্যার পর রক্তমাখা ছুরি হাতে পালিয়ে যাওয়ার সময় আলকাস মিয়াকে আটক করার চেষ্টা করলে তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। পরে গ্রামবাসীরা আলকাস মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অষ্টগ্রাম সার্কেলের এএসপি এসএম আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আরো চারজনকে আটক করা হয়েছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...