পিবিএ, ঢাকা : সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে ওয়ার্ডের রাস্তা-ঘাটসহ সকল অলি-গলিতে জীবানুনাশক ছিটানো, পানি দ্বারা রাস্তা-ঘাট পরিস্কার করা, সরকারের দেয়া ত্রাণ সহায়তা নিজে উপস্থিত হয়ে ওয়ার্ডবাসীর হাতে তুলে দিচ্ছে ,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাছিবুর রহমান মানিক।
তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বের এক আতংঙ্কের নাম করোনা ভাইরাস, এ ভাইরাস থেকে আমাদেরকে বাঁচতে হলে সবাইকে বেশি বেশি করে সচেতন হতে হবে। সবার সচেতনতাই পারবে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত করতে।সামর্থ্য অনুযায়ী সবসময়ই ওয়ার্ড বাসির পাশে থাকতে চাই তাদের সেবা করতে পারলেই আমার ভাল লাগে।
বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ডবাসীকে নিরাপদে রাখতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাছিবুর রহমান মানিক।
পিবিএ/প্রিতম