বিআরটিসির জোয়ার সাহারা ডিপোতে তালা ঝুলিয়েছে চালক-শ্রমিকরা

পিবিএ ডেস্ক : বিআরটিসির চালকশ্রমিকরা নয় মাসের বকেয়া বেতনের দাবিতে জোয়ার সাহারা ডিপোতে তালা ঝুলিয়ে দিয়েছেন।

ডিপোর ব্যবস্থাপক মো. নূর আলম বলেন, চালকশ্রমিকদের ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার সকাল থেকে সব কার্যক্রম বন্ধ রয়েছে। তাদের কিছু দাবিদাওয়া আছে। এজন্য সকাল থেকেই তারা বিক্ষোভ করছে। সকালে কোনও বাস ডিপো থেকে বের হয়নি।

ডিপো থেকে টঙ্গীমতিঝিল, আবদুল্লাহপুরমতিঝিল, কুড়িল বিশ্বরোডপাঁচদোনা রুটের একতলা দ্বিতল বাস চলাচল করে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে ডিপোর বাস চলাচল করে। ধর্মঘটের কারণে এসব বাস বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের একজন বলেন, ‘কর্মকর্তারা আশ্বাস দিয়ে এলেও বকেয়া বেতন আর পরিশোধ করা হচ্ছে না। আমাদের নয় মাসের বেতন বকেয়া। বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। বাড়িওয়ালা প্রতিদিন কথা শোনায়। বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারি না। এইভাবে আর চলে না।

বিআরটিসির জোয়ার সাহারা ডিপোতে একতলা, দ্বিতল এবং শীতাতপ নিয়ন্ত্রিত মিলিয়ে ১২০টি সচল বাস রয়েছে। এসব যানবাহনের আয় থেকেই কর্মীদের বেতনভাতা পরিশোধ করা হয়।

কিন্তু কয়েক বছর ধরে লোকসানের কারণে ডিপোর প্রায় ৫০০ কর্মী নিয়মিত বেতন পাচ্ছেন না দীর্ঘদিন ধরে।

বকেয়া বেতনের দাবিতে গতবছর জুলাই মাসেও একবার আন্দোলনে নেমেছিলেন বিআরটিসির জোয়ারসাহারা ডিপোর বাস চালকরা। তখন তাদের ১০ মাসের বেতন বকেয়া ছিল।

সারাদেশে বিআরটিসির ২২টি ডিপো আছে। এর মধ্যে ঢাকায় ডিপো আছে ছয়টি। এসব ডিপোতে প্রায় তিন হাজার চালক, টেকনিশিয়ান, অফিস সহকারী এবং নিরাপত্তারক্ষী কাজ করেন। সরকারি বেতন স্কেলে তারা তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারী।

জোয়ার সাহারার মত ঢাকার অন্যান্য ডিপোতেও কর্মীদের বেতন কমবেশি বকেয়া রয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...