বিইউপি ল ফেস্টে ১৬ বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

বিইউপি
সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পিবিএ, ঢাকা:বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এর ডিপার্টমেন্ট অব ল এর উদ্দ্যোগে তিনদিন ব্যাপী ‘বিইউপি ন্যাশনাল ল ফেস্ট ২০১৯’
এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ এর সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিদ্দিকুল আলম শিকদার।

বাংলাদেশের ১৬টি বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী উক্ত ল ফেস্ট এ অংশগ্রহণ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় আইন উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল সম্ভাবনাময় পেশা হিসেবে আইন পেশা এবং এর নানা বিষয়ের উপর আলোকপাতসহ আইনের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ সৃষ্টি করা।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার এবং সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের মত রাষ্ট্রে সাংবিধানিক শাসনের পবিত্রতা সম্পর্কে আলোচনা করেছেন। একটি সংবিধান নির্ভর সমাজ গঠনের লক্ষ্যে মূল চাবিকাঠি হিসেবে তিনি বিশেষভাবে জোর দিয়েছেন মানুষের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের উপর। এছাড়াও আন্তর্জাতিক শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশের সামরিক বাহিনীর অবদান প্রশংসার সাথে উল্লেখ করেন। জাতীয় আইন উৎসবে যোগদানকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

উক্ত অনুষ্ঠানে বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...