পিবিএ/ঢাকা: বুধবার বেলা ১১টার দিকে গুলশানের বাসা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানিয়েছে, শেরেবাংলা থানায় নাশকতার মামলায় দুলুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুলুর একান্ত ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি জানান, আজ ১১টার সময় বাসা থেকে ডিবি পুলিশ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করে নিয়ে গেছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী।
পিবিএ/জেডআই