পিবিএ, ঢাকা: সাবেক তিন কমিশনার ও বিএনপি নেতা হাজী মির্জা হোসেন মিরু, মোজাম্মেল হোসেন, আব্দুর রশিদ বাদশাকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে মিরুর ছেলে তাহসিন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘দুপুর সাড়ে ১২টার দিকে দয়াগঞ্জ থেকে তাদের ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়।’
মিরু মহানগর বিএনপির সহ-সভাপতি, মোজাম্মেল শ্যামপুর থানার সিনিয়র সহ-সভাপতি ও বাদশা কদমতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এদিকে মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেনকে দুপুরে আটক করা হয়েছে বলে জানান বিএনপি নেতারা।
পিবিএ/এসআই/এএইচ