বিএনপি-জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রাম থেকে আন্তজেলা চলাচলকারী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। মহানগরী এলাকায় হাতে গোনা কয়েকটি গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি চলাচল করলেও যাত্রীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিভিন্ন মোড়গুলোতে সরকারদলীয় নেতা-কর্মীদের অবস্থানের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ছবিটি চট্টগ্রাম আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে তোলা। রোববার ২৯ অক্টোবর। ছবি : পিবিএ/এম. ফয়সাল এলাহী