বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালংকার লুট

file photo

পিবিএ,সেনবাগ (নোয়াখালী): নোয়াখালীর সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবদুল হান্নান লিটনের শাহাপুরের গ্রামের বাড়ির সোমবার গভীর রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সংবদ্ধ চোরের দল কৌশলে জানালা দিয়ে বসতঘরের দরজা খুলে ভিতরে ডুকে বেড়াতে আসা প্রবাসী বোন ও তাদের পরিবারের ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে সোমববার দুপুরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আবদুল হান্নান লিটন জানায়,রোববার রাতে তার প্রবাসী বোন তাদের বাড়িতে বেড়াতে আসে। এরপর তারা তাদের স্বর্ণালংকার খুলে ভিনেটি ব্যাগে ভরে মায়ের নিকট রাখতে দেয়। মা যথারিতি ব্যাগ ভর্তি ওই র্স্বণালংকার গুলো মায়ের স্টিলের আলমিরাতে রেখে তালা লাগিয়ে চাবি মায়ের বিছানার বালিশের নিছে রেখে গুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে মা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের ভিতর বাথ রুমে ডুকলে এই সুযোগে চোরের দল বালিশের নিছ থেকে চাবি নিয়ে আলমিরা খুলে ওই স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এসময় লিটনের মা বাথ রুম থেকে বের হয়ে দেখেন কেউ একজন তার রুম থেকে বের হয়ে যাচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করেন। এ সময় বাড়িতে থাকা অপর সদস্যরা রুম থেকে বের হওয়া চেষ্ঠা করে ব্যার্থ হন। কেননা কৌশলী চোরের দল অপর কক্ষে দরজাগুলো বাহির থেকে লক করে দিয়ে ছিল। এসময় তাদের চিৎকার শুরে আশপাশে^র লোকজন এগিয়ে এসে দরজা খুলে দিলে তারা বাহির হন। কিন্ত ততক্ষনে চোরের দল পালিয়ে যায়।
যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আাইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...