‘বিএনপি নেতা রবিউল আউয়ালকে ধরে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা’

রিজভী আহমেদ

রিজভীর বিবৃতি: ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি রবিউল আউয়ালকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে বলে জানা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় গুলশান-২ এর নিজ বাসা থেকে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে ।

আজ এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। রিজভীর বলেন, এ ঘটনার পর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে রিজভী বলেন, এটি ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

বিৃতিতে বলা হয়, মিডনাইট নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দলশুন্য না করলে নব্য বাকশালী ব্যবস্থা কায়েম করা যাবে না।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...