বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটে কারামুক্ত হন শহীদ উদ্দীন চৌধুরী। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, শহীদ উদ্দীন চৌধুরী কাশিমপুর কারাগারে ছিলেন। বেলা দুইটার কিছু আগে তিনি কারাগার থেকে বের হন। তিনি ঢাকার বাসায় ফিরছেন। শহীদ উদ্দীন চৌধুরী বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব।
গত ১০ অক্টোবর গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার বাসা থেকে শহীদ উদ্দীন চৌধুরীকে আটক করে পুলিশ। পরে তাঁকে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১১ অক্টোবর ধানমন্ডি থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।