বিএনপি বাংলাদেশের নালিশ পার্টি: মোজাম্মেল

 

পিবিএ, ঢাকা: বিএনপি হলো বাংলাদেশের নালিশ পার্টি। বিএনপিকে বিদেশি প্রভুদের কাছে নালিশ বন্ধ করে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থা আয়োজিত সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছে এসে ক্ষমা চাওয়া উচিৎ। তারা ভুল স্বীকার করুক। ভুল রাজনীতিতে হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই জনগণের কাছে ক্ষমা চেয়ে এ দেশের রাজনীতিতে তাদের অবস্থান পাকাপোক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে তবে সংসদ বর্জন করে নয়, সংসদে যোগ দিয়ে গঠনমূলক সমালোচনা করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হোন।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘১৯৭০ সালে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছিল। এবার ২০১৮ সালে জাতি ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে ভোট দেয়ার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত দেশ নির্মাণের জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।’

সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মোজাম্মেল বলেন, তিনি অত্যন্ত সাহসী ও মেধাবী নেতা ছিলেন। কিন্তু খুব প্রচারবিমুখ ছিলেন। সাধারণভাবে চলাফেরা করতেন, দেমাগি ছিলেন না। ওয়ান/ইলেভেনের সময় বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকট থেকে দেশকে উত্তরণের জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে পুরস্কার হিসেবে আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তাকে বরণ করে নিয়েছিলেন। এবার রাজাকারমুক্ত সংসদ দেখে তার আত্মা খুশি হয়েছে নিশ্চয়ই। তিনি বেঁচে থাকলেও খুশি হতেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মো. মাহবুব হোসেন, সাংবাদিক নেতা অভি চৌধুরী প্রমুখ।

পিবিএ/এসআই

আরও পড়ুন...