বিকেলে খালেদার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

 

কোকোর স্ত্রী খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ফটো

পিবিএ,ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাক্ষাৎ করবেন তার স্বজনরা।

দুপুর আড়াইটায় হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন বেগম জিয়াকে দেখতে ও তার শারীরিক খোঁজখবর নিতে যাবেন পরিবারের সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে দিদার জানান, পরিবারের সদস্যদের মধ্যে বেগম খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার, সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা হাসপাতালে সাক্ষাৎ করতে যেতে পারেন।

এর আগে গত ৫ জানুয়ারি ও সবশেষ গত ২৪ জানুয়ারি বেগম জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...