বিক্ষোভে পাল্টে গেল হল বন্ধের সিদ্ধান্ত

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আবাসিক হলসমূহ আগামী ৩০ জুন বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীদের বিক্ষোভে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশোধিত বিজ্ঞাপ্তিতে আগামী শনিবার (২ জুলাই) থেকে বন্ধের নির্দেশ দেয়া হয়।

সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পাঠানো (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত সংশোধিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত রোববার (২৬ জুন) রেজিস্ট্রার দপ্তর থেকে আগামী ৩০ জুন আবাসিক হল সমূহ বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ওই দিন রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করলে প্রক্টরিয়াল বডি সেখানে উপস্থিত হন এবং সোমবার প্রক্টর অফিসে বিষয়টি নিয়ে বসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলন করার ঘোষণা দেন।

এদিকে একই দাবিতে ঐদিন রাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরাও হল গেটের সামনে বিক্ষোভ করেন বলে জানা গেছে।

পরে সোমবার সকাল সাড়ে ১০টায় প্রক্টর অফিসে হলসমূহের প্রভোস্ট ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন প্রক্টরিয়াল বডি। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে প্রক্টরিয়াল বডি প্রভোস্টদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে আলোচনা করবেন বলে জানান প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

পরবর্তীতে উপাচার্যের সাথে আলোচনা করে, আগামী শনিবার (২ জুলাই) আবাসিক হল সমূহ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় এবং ওই দিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে।

 

আরও পড়ুন...