পিবিএ,ঢাকা: বিগ ব্যাশে খেলতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার রোমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি।
বিগ ব্যাশের পঞ্চম আসরে আইসিসির আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে খেলার সুযোগ পাচ্ছেন তারা। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন স্পিনার রোমানা আহমেদ। আর মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন নিগার সুলতানা।
দেশ ছাড়ার আগে ভারত অ-২৩ দলের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছেন দুজন। যেখানে হেরেছে নারী দল। আবার পাকিস্তান সফরে যেতে ২৩ অক্টোবর দেশে ফিরবেন তারা।
বিগ ব্যাশে এর আগেও ডাক পেয়েছেন অলরাউন্ডার রুমানা। ২০১৭ সালে ব্রিসবেন হিটের দলে ছিলেন তিনি। এ ছাড়া অফ স্পিনার খাদিজাতুল কুবরাকে দলে ভেড়ায় মেলবোর্ন স্টারর্স। সেবার অবশ্য ম্যাচ খেলতে পারেননি এ দুজন।
উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে বিগ ব্যাশের পঞ্চম আসর। ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
পিবিএ/ইকে