পিবিএ ডেস্ক: সুরক্ষিত যৌ নতার কথা যেখানে সবাই এড়িয়ে চলেন। সেখানে সিনেমার প্রচারে এসে সমস্ত ট্যাবু দুরে সরিয়ে কনডমের ব্যবহার নিয়ে সোচ্চার হলেন দক্ষিণী অভিনেত্রী পায়েল রাজপুত। ‘আরডিএক্স ১০০’ ছবিতে একের পর এক বোল্ড দৃশ্যে অভিনয় করে খবরের শিরোনামে তিনি।
পায়েলের নতুন ছবি ‘আরডিএক্স লাভ’-এ নায়কের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাকে। ছবির নির্দেশক শঙ্কর ভানু। ছবির প্রচারে পায়েল বলেন, বিছানায় যাওয়ার আগে সবসময় কনডম সঙ্গে রাখা উচিত। সুরক্ষিত যৌন জীবনের জন্য কনডম অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান প্রজন্মের উচিত রাখঢাক ছেড়ে যৌ নতা নিয়ে খোলাখুলি আলোচনা করা। পিরিয়ড, গর্ভপাত ও সুরক্ষিত যৌ নতা কোনটাই ঢেকে রাখার মতো বিষয় নয়।
পিবিএ/বিএইচ