বিজয় দিবসে জামালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, তাদের কোনো ষড়যন্ত্রে পা দেয়া যাবেনা। তিনি নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।

বিজয় দিবসের আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...