বিজিএমই‘র নির্বাচন ৬ এপ্রিল

বিজিএমইএ লোগো

পিবিএ, ঢাকা: অবশেষে নতুন নেতৃত্ব বাছাইয়ে নির্বাচনে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের প্রায় সাড়ে ৩ হাজার সদস্যের শীর্ষ সংগঠন-বিজিএমইএ। আগামী ৬ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে, প্রথমে ফোরাম ও সম্মিলিত পরিষদ সমঝোতার মাধ্যমে সংগঠনটির নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নেয়। কিন্তু স্বাধীনতা পরিষদ নামে আরেকটি জোট নির্বাচনের দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন হতে যাচ্ছে বিজিএমইএ-তে।

ফোরাম ও সম্মিলিত পরিষদ মিলে একটি প্যানেল এবং স্বাধীনতা পরিষদ-এই দুই প্যানেল নির্বাচনে অংশ গ্রহণ করছে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। তখন সভাপতি নির্বাচিত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমান। এর পরের মেয়াদে ২০১৫ সালে ভোট গ্রহণ ছাড়াই ফোরাম ও সম্মিলিত পরিষদ প্যানেল দুটি সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করে। তখন সভাপতি হন সম্মিলিত পরিষদের সিদ্দিকুর রহমান। দুই মেয়াদের জন্য প্যানেল দুটির মধ্যে সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০১৭ সালে ফোরাম থেকে সভাপতি হওয়ার কথা ছিল। চলতি কমিটির মেয়াদ দু বছর পার হলেও বর্তমান সভাপতি তিন দফায় দেড় বছরের বেশি সময় বাড়িয়ে নেন।

এই প্রক্রিয়ার বিরোধিতা করে স্বাধীনতা পরিষদ আরেকটি প্যানেল গঠন করে নির্বাচনের দাবি জানায়। তবে সেই সময় বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সে প্রক্রিয়াও এগোয়নি।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এর নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম-এ দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু গত কয়েকটি নির্বাচনে সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে।

সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার প্যানেলের দলনেতা নির্বাচিত করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হককে।

নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদের ৩৫ পরিচালক নির্বাচন করেন সাধারণ সদস্যরা। পরে নির্বাচিত পরিচালকরা একজন সভাপতি এবং ৭ জন সহ-সভাপতি নির্বাচিত করে থাকেন। সমঝোতার এই প্যানেলে ফোরাম থেকে ১৯ এবং সম্মিলিত পরিষদ থেকে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে স্বাধীনতা পরিষদের দলনেতা নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৮ জন।

নির্বাচন নিয়ে স্বাধীনতা পরিষদের দলনেতা জাহাঙ্গীর আলম ডেইলি বাংলাদেশকে বলেন, বিজিএমইএ’র সদস্যদের ভোটাধিকার ফেরানোর জন্যই আমরা নির্বাচন চেয়েছি এবং অংশগ্রহণ করছি। নির্বাচিত প্রতিনিধিদের দায়বদ্ধতা থাকে উল্লেখ করে তিনি বলেন, সে অনুযায়ী প্রচারণা চালাচ্ছি, ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমরা বিজিএমইএকে আরো গতিশীল সংগঠন হিসেবে দাঁড় করাতে চাই।

এদিকে, ফোরাম নেতা এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ডেইলি বাংলাদেশকে বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কোনো অনীহা নেই। পোশাক খাতে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা (ফোরাম ও সম্মিলিত পরিষদ) একসঙ্গে কাজ করছি। এরই ধারাবাহিকতায় ৬ এপ্রিল নির্বাচনেও জোটগতভাবে একটি প্যানেল দিয়েছি। এই প্যানেল জয় লাভ করবে বলেও আশাবাদী’।

সংগঠনটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে ঢাকার ১ হাজার ৫৯৭ জন। বাকি ৩৫৮ জন চট্টগ্রামের।

নির্বাচন পরিচালনায় গত ৫ জানুয়ারি গঠিত বোর্ডে বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। অপর দুই সদস্য হচ্ছেন এমসিসিআই’র সভাপতি নিহাদ কবির ও চট্টগ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি এএসএম নাঈম।

নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমানকে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...