বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা মূল্যমানের ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ভোর ৪টার দিকে উক্ত স্থানে কতিপয় ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা মূল্যমানের ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবাসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো -(ক) মোঃ আলী হোসেন (৩৪) কক্সবাজার জেলার উখিয়া থানার মোঃ আব্দুস সালামের ছেলে, (খ) মোঃ ইউনুস (৩৭) জেলার উখিয়া থানার মৃত শহিদুল্লাহর ছেলে এবং (গ) মোঃ হোসেন আহম্মেদ জেলার উখিয়া থানার মোঃ হাসু মিয়ার ছেলে।
আটককৃত রোহিঙ্গা মাদক কারবারীদেরকে ইয়াবা’সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।