বিজিবি’র অভিযানে বেনাপোল থেকে বিটলবন ও ফিটকিরিসহ কাভার্ড ভ্যান জব্দ

পিবিএ,বেনাপোল: যশোর-বেনাপোল সড়কের নতুন হাট এলাকায় ভারত থেকে অবৈধ পথে আসা বিটলবন ও ফিটকিরিসহ ২টি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। কাভার্ড ভ্যান দু’টি থেকে বিজিবি ৪ হাজার ৫৩০ কেজি বিটলবন ও ১৪ হাজার ৫৫০ কেজি ফিটকিরি জব্দ করে। এ সময় কোন চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি।

বিটলবন ও ফিটকিরিসহ কাভার্ড ভ্যান জব্দ
বিটলবন ও ফিটকিরিসহ কাভার্ড ভ্যান জব্দ

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নায়েব সুবেদার মো. আব্দুল মালেক এর নেতৃত্বে নতুন হাট নামক স্থানে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারত থেকে আমাদানি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা ৫৪৩০ কেজি বিটলবন এবং ১৪৫৫০ কেজি ফিটকিরিসহ ২টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ কাভার্ড দু’টি যশোর কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

পিবিএ/এন/আরআই

আরও পড়ুন...