বিজিবি’র গুলিতে আহত ১৫জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

বিজিবি
বিজিবি’র গুলিতে আহতদের দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ওহাসপাতাল ভর্তি করা হয়।

সালাহ উদ্দিন আহমেদ, ইবনে সফি, পিবিএ দিনাজপুর : ঠাকুরগাঁও এর হরিপুরের বহরমপুরে গ্রামে স্থানীয় সীমান্ত বাসির সাথে বিজিবির সংঘর্ষের ঘটনায় তিনজন নারীসহ ১৫জনকে গুলিবিদ্ধ অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশংঙ্কাজনক। এদের মধ্যে চোখে গুলিবিদ্ধ অবস্থায় আবুল কাসেম নামে একজন এসএসসি পরীক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সীমান্তের ওপার থেকে পাচার করে আনা গরু মনে করে স্থানীয়দের গরু আটক করে নিয়ে যাওয়ার জের ধরে বিবিজির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসিরা। এসময় বিজিবির গুলিতে
৪ জনের হতাহতের ঘটনা ঘটে। নিহত ৪ জন হলেন হরিপুর উপজেলার রহিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব উদ্দীন (২৫) এবং একই গ্রামের জাহির উদ্দীনের ছেলে সাদেক আলী (৪০), কালুর স্ত্রী জয়গুন(৫০) ও জয়নুল।

অপরদিকে আহতরা হলেন- মিঠুন (১৮) ইশাদ (৩৫) সাদেকুল (৩০) তৈমুর, রাসেল (১৬) আনসারুল( ২৮ ) সাদেকুল (৩২) , জয়নুল (১২),মুন তারা (৪৫ ) বাবু (১২) নওশাদ (২৫ ) আব্দুল হান্নান (৬০ ) যৌবন নেসা(৩৫) ,নুরনাহার (৬০)।

 

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এম জে আরিফ বেগ ,উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হরিপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,বিজিবি নিরিহ গ্রামবাসীর উপর নির্বিচারে গুলি চালিয়ে ৪ জনকে হত্যা করেছে।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বিজিবির গুলিতে গ্রামবাসী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
৫০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল তুহিন বিন মাসুদ জানান, বেতনা বিওপির সদস্যরা ভারতীয় গরু আটক করতে গেলে চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে বিজিবির উপর হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে।
পিবিএ/এসউএ/জেডআই

আরও পড়ুন...