পিবিএ ডেস্ক: মাটি খুঁড়ে জীবাশ্ম জ্বালানী খোঁজার দিন কি শেষ হয়ে আসছে? সমুদ্রের জলের মাধ্যমেই কি এ বার পাওয়া যাবে জ্বালানী! সেই বিষয়ে এক ধাপ এগোলেন নরওয়ে ও সুইৎজারল্যান্ডের বিজ্ঞানীরা। পরিবেশ থেকে অতিরিক্ত কার্বন-ডাই অক্সাইড সরিয়ে এবং জীবাশ্ম জ্বালানীর বদলে সমুদ্রের জলের মাধ্যমে কার্বন-ডাই অক্সাইড ও সবুজ মিথানল উৎপাদন করে তা জ্বালানী হিসেবে ব্যবহারের চেষ্টা শুরু করলেন তাঁরা।
পিবিএ/এমএসএম