বিজ্ঞান প্রযুক্তি, সমাজ পরিবর্তন, ও আধুনিকতার ভিড়ে দিন দিন গ্রামবাংলার ঐতিহ্যবাহী হারিকেন এখন বিলুপ্তির পথে। বৈদ্যুতিক বাতি, চার্জার ও বিদ্যুতের নানা ব্যবহারের ফলে হারিকেনের ব্যবহার আজ আর দেখা যায় না। নতুন প্রজন্মরা জানেন না হারিকেন কি, এটির কাজও বা কি। তবে প্রবীণদের ভাষ্য মতে একসময় হারিকেন দেখতে যেতে হবে জাদুঘরে। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় থেকে তোলা। রোববার, ৬ আগস্ট। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত

আরও পড়ুন...