পিবিএ,ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি বিডিআর বিদ্রোহ মামলারর আসামী হাশেম সারওয়ার (৬৩) মারা গেছেন।
রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেন্দ্রীয় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী শাহিনুর রহমান পিবিএ’কে জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হাজতি হিসেবে বন্দি ছিল হাশেম। তার হাজতি নাম্বার ৫৫৭৮/১৭।
তিনি বলেন, অসুস্থ্যতার কারণে কারা চিকিৎসকের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
পিবিএ/এইচএ,হক