বিতর্কিতরা মুক্তিযোদ্ধার তালিকায় থাকতে পারবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পিবিএ,জামালপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিতর্কিতরা মুক্তিযুদ্ধের তালিকায় থাকতে পারবে না। তাদের থাকার অধিকার নেই। স্বাধীনতার বিরোধীতা করে এমন ব্যক্তিদের কোথাও ঠাঁই হবে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে বাদ দিয়েই তালিকা তৈরি করা হবে। পরিশুদ্ধ তালিকাতে ঠাঁই প্রাপ্তদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে যে যুবলীগ, সেই যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমাদের দরকার শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া যুবলীগ।

মন্ত্রী রোববার বিকেলে জামালপুরের ইসলামপুর কলেজ মাঠে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

১ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি।

মুক্তিযোদ্ধা সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।

পিবিএ/রাজন্য রুহানি/এমএসএম

আরও পড়ুন...