পিবিএ ডেস্ক : ছবি নিয়ে এখন একটু বেশ ব্যস্তই তিনি। গত বছর তিনি এই সময়ে কলকাতায় এসেছিলেন, তখনই কাজ শেষ করেছিলেন এই ছোট ছবির। তিনি বিদিতা বাগ। দেবত্মা মণ্ডলের পরিচালনায় ‘বৌমা’তে গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এখানে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। মূলত পুরুষ শাসিত সমাজের গল্প বলবে ‘বৌমা’। সময়টা ১৯৬৫ সাল।
সেই সময়ে মেয়েদের কীভাবে পুরুষ চক্ষুর আড়ালে অন্দরমহলে লুকিয়ে রাখা হত, কীভাবে স্বামীরা স্ত্রীয়ের সঙ্গে দাসীর মতোই ব্যবহার করতেন সেই ছবিই দেখানো হয়েছে ছবিজুড়ে। বউয়ের হাতের চা থেকে রান্না, কোনওটাই পছন্দ করতেন না স্বামী। তিনি এক রকম বিমর্ষ থাকতেন। হঠাৎ স্বামীর ক্যান্সার ধরা পড়ায় চিকিৎসক গবেষক স্ত্রীকে এই বলে রাজি করান যে, স্বামীর মৃত্যুর পর তার দেহ যেন দান করে দেওয়া হয়। আর এখানেই তার স্ত্রীয়ের জীবনের টার্নিং পয়েন্ট।
চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ছবি নিয়ে খুবই আশাবাদী বিদিতা। যারা বাংলা বোঝেন তাদের যেমন ভালো লাগবে, যারা অন্য ভাষার মানুষ তারাও এই ছবি দেখলে ভালো লাগবে বলে দাবি বিদিতার।
পিবিএ/জিজি