বিদেশি মদসহ চালক ও যাত্রীবেশী মোটরসাইকেল দুই মাদক কারবারী আটক

পিবিএ, সিলেট: বিদেশি মাদকের চালান সহ ভাড়াটিয়া মোটরসাইকেল চালক ও যাত্রীবেশী দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি) বাংলাদেশ ।

আটকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের মহিবুর রহমানের ছেলে জুবায়ের রহমান ও একই গ্রামের মহরম আলীর ছেলে বাদশা মিয়া।
বৃহস্পতিবার সকালে আটককৃতদের সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
এরপুর্বে বুধবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তগ্রাম কান্দিরগাঁও হতে আলামত সহ তাদেরকে আটক করা হয়।,
বৃহস্পতিবার সকালে ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ হেডকোয়ার্টার্সের মিডিয়াসেল জানায়, সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবি টহল দল বুধবার রাতে টহলকালীন সময়ে জুবায়ের ও বাদশাকে আটক করেন।
পরে তাদের হেফাজত থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ৩৬ বোতল বিদেশি মদ, ৭’শ গ্রাম গাঁজা ও তাদের ব্যবহ্নত একটি চোরাই ভারতীয় বাজাজ কোম্পানীর প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।,
আটককৃতরা নিজেদেরকে প্রথম একজন পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও অপরজন যাত্রী পরিচয়ে কৌশলে চলে যাবার অপতৎরতা দেখাতে গেলে বিজিবি টহল দলের মাদক কারবারী হিসাবে সন্দেহ’ হয়।,

পিবিএ/ হাবিব সরোয়ার আজাদ/এএম

আরও পড়ুন...