পিবিএ ডেস্ক: বিদেশীদের শেয়ার কেনার পরিমাণ বাড়লেও বিক্রি কমেছে। নভেম্বরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে দেশের পুঁজিবাজারে বিদেশিদের শেয়ার কেনাবেচার পরিমাণ তথা লেনদেন কমেছে। তা সত্ত্বেও নভেম্বরের বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের ধরন বাজার স্থিতিশীলতার নিরিখে বেশ ইতিবাচক। কারণ এ সময়ে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার কেনার পরিমাণ বেড়েছে। অন্যদিকে শেয়ার বিক্রি যথেষ্ট পরিমাণে কমেছে। মূলত বিক্রি বেশি পরিমাণে কমে যাওয়াতেই লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত নভেম্বর মাসে বিদেশিরা মোট ৬৭০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। অক্টোবর মাসে এর পরিমাণ ছিল ৭৬৭ কোটি ৮ লাখ টাকা। এক মাসের ব্যবধানে বিদেশিদের শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে ৯৬ কোটি টাকা।
গত মাসে বিদেশিরা শেয়ার কিনেছে ৩২৩ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৯৫১ টাকার। অক্টোবরে বিদেশিরা শেয়ার কিনেছিল ২৮২ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৫৩ টাকার। সেই হিসেবে নভেম্বরে আগের মাসের চেয়ে ৪০ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের বেশি শেয়ার কিনেছেন।
অন্যদিকে নভেম্বর মাসে বিদেশিরা ৩৪৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছেন। অক্টোবর মাসে তারা শেয়ার বিক্রি করেছিল ৪৮৪ কোটি ১৮ লাখ ৯১ হাজার টাকার। সেই হিসেবে নভেম্বরে আগের মাসের চেয়ে ১৩৭ কোটি ৮৩ লাখ টাকার কম শেয়ার বিক্রি করেছেন বিদেশীরা।
শেয়ার ক্রয় যতটা বেড়েছে, বিক্রির পরিমাণ তার চেয়ে বেশি কমে যাওয়ায় মোট লেনদেন কমেছে ৯৬ কোটি ৮৯ লাখ টাকা।
পিবিএ/এফএস