বিদেশী অস্ত্র, গুলিসহ ৩ শিক্ষার্থীকে আটক করেছে বোয়ালি থানা পুলিশ

পিবিএ রাজশাহী: রাজশাহীতে বিদেশী অস্ত্র, ৬ রাইন্ড গুলিসহ ৩ শিক্ষার্থীকে আটক করেছে আরএমপি বোয়ালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার ১১টার দিকে ওই তিন যুবক রিক্সা যোগে স্থানীয় বাজারে যাচ্ছিল। তাদের চলাফেরা সন্দেহ হলে নগরীর শিরোইল পুলিশ ফাড়ির এএসআই মাইনুল ও সঙ্গীয় ফোর্স তাদের পথ রোধ করে। পরে তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং চাকু উদ্ধার করে। ওই সময় আটকর্কৃতদের হামলায় পুলিশের এএসআই আহত হয়

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর এডিসি গোলাম রহুল কুদ্দুস জানান, অস্ত্রসহ ৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের মূল উদ্দ্যেশ জানার জন্য তদন্ত চলছে। আটকর্কৃতদের জিজ্ঞাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরএমপি বোয়ালিয়া থানা কর্তৃক আটককৃর্ত অভিযুক্ত আসামীরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্র। রাজশাহী কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্র অভিজিৎ হালদার রিংকু (২২)। সে নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকার রনজিৎ হালদারের ছেলে। জেলার নগরীর কয়েরদাড়ার খলিলুর রহামানের ছেলে আমির হোসেন (১৬), সে নওহাটা উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধীনস্থ দশম শ্রেণীর ছাত্র এবং সপুরা ভোকেশনাল বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মোবারক হোসেন (১৭), গোদাগাড়ী উপজেলার এমাজ উদ্দিনের ছেলে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...