পিবিএ,গুরুদাসপুর(নাটোর): নাটোরের গুরুদাসপুরে নির্মানাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের রড চুরির অভিযোগে চারজন দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীররাতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন নীলফামারীর ডিমলা উপজেলার মো. সুমন হোসেন (২০) ও নাটোর সদর উপজেলার পতেঙ্গা গ্রামের আলাল হোসেন (৩০) ফারুক হোসেন (৩৫) রাকিব হোসেন (১৯)। তাদের গতকাল শনিবার জেলা হাজতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তিরা নির্মানাধীন ওই বিদ্যুৎ উপকেন্দ্র থেকে দীর্ঘ দিন ধরে লোহার রডসহ নানা রকম উপকরণ চুরি করছিল। এনিয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে শুক্রবার রাতে পুলিশ ওই দুর্বৃত্তদের আটক করে।
পিবিএ/এনআইএন/আরআই