বিদ্যুৎ বিভ্রাটের কারণে পোল্ট্রি খামারে ৪০ হাজার মুরগির মৃত্যু

শরীফ উদ্দিন,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের নর্থ ওয়েস্ট পোল্ট্রি খামারে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত হওয়ায় আনুমানিক ৪০ হাজারের বেশি ব্রয়লার মুরগির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে মনর্থ ওয়েস্ট লিচেনবার্গে অবস্থিত পোল্ট্রি খামারের মালিক হারমান ডু প্রিজ জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত হওয়ার কারণে তার আনুমানিক ৪০ হাজার থেকে ৫০ হাজার ব্রয়লার মুরগি মারা গিয়াছে।

বৃহস্পতিবার ডু প্রিজ সোশ্যাল মিডিয়াতে ৫০,০০০ মৃত ব্রয়লার মুরগি দেখানো একটি ভিডিওতে সবাইকে পুরো হতবাক করেছে এবং এসকমের সমালোচনা করছেন। ভয়ঙ্কর ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রমিকরা মুরগির ঘর থেকে মৃত মুরগিগুলো সরিয়ে একটি ট্রাকে লোড করছে৷ এসকমের বিদ্যুৎ বিভ্রাটের প্রত্যক্ষ ফলস্বরূপ মুরগিগুলো দম বন্ধ হয়ে মারা গেছে বলে তার অভিযোগ। তার পর তিনি রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা এসকমের বিরুদ্ধে ১.৫ মিলিয়নের বেশি আর্থিক ক্ষতিপুরণ মামলা করার পরিকল্পনা করছেন৷ তার খামারে প্রায় ৫৫০,০০০ মুরগি রয়েছে।

আরও পড়ুন...