পিবিএ ডেস্ক: বিরোধী দলের বর্জনের মুখে পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম দফার মত দ্বিতীয় দফার নির্বাচনও বিনা প্রতিদ্বন্দ্বিতা, একতরফা আর ভোটারশূন্যতার মধ্য দিয়ে শেষ হলো। এবার সারা দেশে ১১৬টি কেন্দ্রে ভোট হওয়ার কথা থাকলেও অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মত ছিল না।
সোমবার সকাল থেকে কয়েকটি জেলা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে এমনই চিত্র দেখা গেছে।
৩)ফরিদপুর: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের ৮টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকালে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিকে, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই নগন্য। সালথা, নগরকান্দা, ভাঙ্গা উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্র একেবারেই ফাঁকা রয়েছে।
৪)মৌলভীবাজার : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে ভোট শুরুর পর প্রিসাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টরা সব প্রকার প্রস্তুতি নিয়ে বসে থাকলেও ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন না। সকাল সোয়া ৯টায় পতনউষার ইউনিয়নের পতনউষার উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ৭টা ভোট কাস্ট হয়েছে।
৫)বগুড়ার : সকাল পৌনে ১০টা। বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার জিলা স্কুল জনমাবন শুন্য। নিরাপত্তা প্রহরী কয়েকজন ব্রেঞ্চে বসে অলস সময় কাটাচ্ছেন। বুথের ভেতরে গিয়েও দেখা গেলো একই চিত্র। সবাই অপেক্ষা করছেন ভোটারের। কিন্তু কোন ভোটার আসছে না। ফলে গল্পগুজবেই সময় কাটাচ্ছেন এজেন্ট এবং নির্বাচন কর্মকর্তারা। এই কেন্দ্রে মোট ভোটার ১৯৭৫। দুই ঘন্টায় ভোট পড়েছে মাত্র ৬টি।
৬)একই চিত্র দেখা গেলো শহরের নারুলী উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বগুড়া সদর উপজেলার সব চেয়ে বেশি ভোট এই কেন্দ্রে। মোট ভোটার ৬ হাজার। সাড়ে আটটা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১টি। গাবতলী উপজেলার চকবোচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল মতিন জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪টি। এই কেন্দ্রে নৌকা মার্কা ছাড়া অন্য কোনো প্রার্থীদের এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।
৭)শাজাহানপুর মাঝিড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ ঘন্টায় ১২৩ ভোট। মোট ভোটার ৩৬০৮। আদমদীঘি উপজেলার কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রবিউল আলম জানান, ২৭১৪ জন ভোটারের মধ্যে সকাল ৯টা পর্যন্ত শতকরা ১ দশমিক ৪৭ ভাগ অর্থাৎ ৪০ ভোট কাস্ট হয়েছে।
২)আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় এই উপজেলায় ভোট প্রদানে ভোটারদের মধ্যে আগ্রহ একেবারেই কম। সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান আকন্দ জানান, ৩৯৪০ ভোটের মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২০ ভোট পড়েছে।
৮)সকাল ৯টায় শহরের ঝোপগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার আবদুল মতিন। এই কেন্দ্রে ২৩৩৫ ভোটার রয়েছে। এখানে নৌকা মার্কার এজেন্ট দেখা গেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীর মোটরসাইকেল মার্কার কোনো এজেন্ট নেই। শহরের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। ভোটার উপস্থিতি না থাকার কারণে তারা নিজেদের মধ্যে খোশ গল্প করে সময় কাটাচ্ছেন।
৯)প্রিসাইডিং অফিসার আলমগীর হোসেন জানান, ভোটার উপস্থিতি একেবারেই নাই। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৪টি। তবে ভোটার উপস্থিতি না থাকলেও ভোট কেন্দ্র এবং বাইরের পরিস্থিতি বেশ ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থায়। আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন, এবার তাদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। যেকোনো প্রকার বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করতে প্রস্তুত রয়েছেন তারা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) আরিফুর রহমান ম-ল জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ চলছে। কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেয়া হবে না।
১০)চট্টগ্রাম : দ্বিতীয় ধাপে চট্টগ্রামের পাঁচ উপজেলায় সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ফটিকছড়ি উপজেলায় প্রতিদ্বন্ধী প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে। বাকী চার উপজেলার মধ্যে রাউজান ও রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় ভোটগ্রহণ হচ্ছে না।
১১)হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে। এরমধ্যেও প্রার্থীরা একে অপরের এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে ভোট দেয়ার জন্য প্রার্থীর নিযুক্ত কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের কেন্দ্রে ধরে আনছে বলে জানিয়েছেন ভোটাররা। তবুও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার নুরনাহার (৪৫) জানান, চেয়ারম্যান হয়ে গেছে। তবুও ভাইস চেয়ারম্যানরা বাড়িতে টিকতে দিচ্ছে না।
ভোটারদের নির্বাচনবিমুখতায় উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশন মাহবুব তালুকদার। তিনি বলেছেন, ভোটারদের নির্বাচনবিমুখতা গণতন্ত্রবিমুখতায় পর্যবসিত হওয়ার আশঙ্কা রয়েছে। চলমান উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ায় তা একতরফামূলক হয়ে যাচ্ছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে। তিনি মনে করেন এটি শুভ লক্ষণ নয়। উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের ব্যাপারে প্রশ্ন তুলে মাহবুব তালুকদার বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের ইলেকটেড না বলে সিলেকটেড বলা যেতে পারে। আজ সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মাহবুব তালুকদার এসব কথা বলেন।
পিবিএ/এএইচ