![নির্বাচন](https://photobangla.agency/wp-content/uploads/2019/02/Rashed-Hathazari_PBA.gif)
খোরশেদ আলম শিমুল, পিবিএ, হাটহাজারী(চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ৫ম দফা ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উত্তর জেলা যুব লীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।
বুধবার(২৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় আওয়ামী লীগের প্রতিদ্বন্ধি একমাত্র বিদ্রোহী প্রার্থী জেলা কৃষক লীগের সদস্য আবুল মনছুর তার প্রর্থীতা প্র্যতাহার করে নেন। ফলে এস এম রাশেদুল আলমই হাটহাজারীতে উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়।
স্বতন্ত্র প্রার্থী আবুল মনছুর বলেন,নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্যই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছি।তবে জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরীর এবং চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের অনুরোধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।
এস এম রাশেদুল আলম প্রতিক্রিয়ায় বার্তাসংস্থা পিবিএ’কে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আবুল মনছুর বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা প্রতি সম্মান দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় আমি তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। সুন্দর হাটহাজারী বিনির্মাণে নিরলস পরিশ্রম করে যাবো।
পিবিএ/কেএএস/জেডআই