পিবিএ ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। প্রথম ম্যাচে টস জিতে সিলেট থান্ডারকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর দেড়টায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করতে নামা সিলেটের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান।
https://www.youtube.com/watch?v=256XTt0pVuA&feature=emb_logo
সিলেট থান্ডার একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), রনি তালুকদার, জনসন চার্লস, মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, ইবাদত হোসেন, ক্রিসমার সান্তোকি, জীবন মেন্ডিস, নাভিন-উল-হক।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: রায়াদ এমরিট (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস, নাসির হোসেন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান, চাঁদউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলী। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।
পিবিএ/বিএইচ