দ্বিতীয়বারের মতো অধিনায়ক হিসেবে বিপিএলের শিরোপা জিতলেন ইমরুল কায়েস। ২০১৯ সালের আসরেও তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। মাশরাফী বিন মোর্ত্তজার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে একের অধিনায়ক শিরোপা জেতার রেকর্ড গড়েছেন ইমরুল। এছাড়াও এক আসরে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ও কুমিল্লা অধিনায়কের।
শেষ বলে প্রয়োজন ৩ রান। তৌহিদ হৃদয়ের কভার ড্রাইভ করা বলটি গেলো ইমরুল কায়েসের হাতে। অধিনায়কের থ্রোয়ে উইকেটরক্ষক লিটন দাস স্ট্যাম্প ভাঙতেই নিশ্চিত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১ রানের জয় ও তৃতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব।
তবে এর বাইরে ফিল্ডিংয়েরও রেকর্ড গড়েছেন ইমরুল কায়েস। বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড নিজের দখলে নিয়েছেন কুমিল্লার অধিনায়ক। এবারের আসরে ১১ ম্যাচে ১৭টি ক্যাচ ধরেছেন ইমরুল। নন-উইকেটরক্ষক ফিল্ডারদের মধ্যে এটিই এক আসরে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড।
২০১৭ সালের আসরে খুলনা টাইটান্সের জার্সিতে ১২ ম্যাচে ১৩টি ক্যাচ ধরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার চেয়ে এক ম্যাচ কম খেলেই ১৭ ক্যাচ নিয়ে রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন ইমরুল।
এবারের বিপিএলে সর্বোচ্চ ক্যাচ
১/ ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ১৭ ক্যাচ ২/ ফাফ ডু প্লেসি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ৯ ক্যাচ ৩/ ইয়াসির আলি (খুলনা টাইগার্স) – ১১ ম্যাচে ৯ ক্যাচ ৪/ শেখ মেহেদি হাসান (খুলনা টাইগার্স) – ১১ ম্যাচে ৭ ক্যাচ ৫/ নাজমুল হোসেন শান্ত (ফরচুন বরিশাল) – ১১ ম্যাচে ৭ ক্যাচ
বিপিএলের এক আসরে সর্বোচ্চ ক্যাচ
১/ ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ১৭ ক্যাচ (২০২২) ২/ মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স) – ১২ ম্যাচে ১৩ ক্যাচ (২০১৭) ৩/ ড্যারেন স্টিভেন্স (ঢাকা গ্ল্যাডিয়েটরস) – ১২ ম্যাচে ১১ ক্যাচ (২০১৩) ৪/ রাইলি রুশো (খুলনা টাইগার্স) – ১৪ ম্যাচে ১১ ক্যাচ (২০২০) ৫/ ব্র্যাড হক (বরিশাল বার্নার্স) – ১১ ম্যাচে ১০ ক্যাচ (২০১৩)।