বিপিএল ফুটবল: মুক্তিযোদ্ধাকে ১-৩ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল বসুন্ধরা কিংস

বিপিএল ফুটবল
গোপালগঞ্জ শেখ ফজুলল হক মনি ষ্টেডিয়াম।

বাদল সাহা, পিবিএ গোপালগঞ্জ: বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) গোপালগঞ্জের খেলায় স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-৩ গোলে হারিয়ে শতভাগ জয়ের ধরা ধরে রাখল শক্তিশালী বসুন্ধরা কিংস।

আজ শনিবার বিকাল তিনটায় গোপালগঞ্জ শেখ ফজুলল হক মনি ষ্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধার মুখোমুখি হয় শক্তিশালি বসুন্ধরা কিংস। খেলার প্রথমার্ধে দুই দলই আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু করে। খেলা ৯ মিনিটের মাথায় কোস্টারিকান তারকা দানিয়েল কলিন্দ্রেসের কর্ণার ফিক থেকে জটলার সৃষ্টি হলে ২ নম্বর জার্সিধারী সুশান্ত ত্রিপুরা গোল করলে ১ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। খেলার ১৫ মিনিটে বসুন্ধরা কিংসের ৯১ নম্বর জার্সিধারী ব্রাজিলিয়ান ফরোযার্ড মার্কোস ভিনিসিয়াস মুক্তিযোদ্ধার গোল রক্ষক আনিচুর রহমান জিকোকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে মুক্তিযোদ্ধা খোলোয়াড়রা। খেলার ১৭ মিনিটের মাথায় বসুন্ধরা কিংসের গোল রক্ষক আনিচুর রহমান জিকো মুক্তিযোদ্ধা ১০ নম্বর জার্সিধারী বাল্লো ফামুসাকে ফাউল করলে পেলান্টি পায় মুক্তিযোদ্ধা।

১৯ মিনিটে স্পট কিক থেকে মুক্তিযোদ্ধা জাপানী ৮৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইউসুকে কাটো সহজে লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। খেলার ৩১ মিনিটে আইভোরিকোস্টের ১০ নম্বর জার্সিধারী বাল্লো ফামুসার দূদান্ত শট বসুন্ধরা কিংসের ক্রসবারে লেগে ফিরে আসলে গোলরক্ষক আনিচুর রহমান জিকো কর্ণারের বিনিময়ে গোল ঠেকিয়ে দেয়। ভাগ্য সহায় হলে খেলার ৩১ মিনিটেই ২-১ গোলে এগিয়ে যেতে পারতো মুক্তিযোদ্ধা সংসদ।

খেলার ৪০ মিনিটে পেলান্টি থেকে গোল মিস করে বসুন্ধরা কিংসের ৯১ নম্বর জার্সিধারী ব্রাজিলিয়ান ফরোযার্ড মার্কোস ভিনিসিয়াস। সহজ পেলান্টি মিস করায় গোল বঞ্চিত হয় বসুন্ধরা কিংস। এরপর দুই দলের খেলোয়াড়রা গোল মিসের মহরা দিলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল। খেলার দ্বিতীয়ার্ধে দুই দল গোলের জন্য মরিয়ো হয়ে খেলতে থাকে। কিন্তু কোন দল গোলের দেখা পাচ্ছিল না।

দ্বিতয়ার্ধের ৭১ মিনিটে ৯১ নম্বর জার্সিধারী ব্রাজিলিয়ান ফরোযার্ড মার্কোস ভিনিসিয়াসে পাস থেকে মোঃ মতিন মিয়া গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এসময় গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ালে উল্টো খেলার ৭৩ মিনিটে বসুন্ধরার ২৬ নম্বরজার্সিধারী দানিয়েল কলিন্দ্রেসকে ডি-বক্সের বাইরে ফাউল করে বসে মুক্তিযোদ্ধার ক্যাপ্টেন মোঃ শাহ আলমগীর অনিক। ৭৫ মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে দানিয়েল কলিন্দ্রেস আরো এক গোল করলে ১-৩ গোলে পিছিয়ে পরে মুক্তিযোদ্ধা।

বাকি সময়ে গোল মিসের মহরা দিলে ১-৩ গোলের পরাজয় নিয়ে গোপালগঞ্জ ভেন্যুর দ্বিতীয় খেলায় নিজেদের হোম ভেন্যুতে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হলো স্বাগতিক মুক্তিযোদ্ধাকে। এ জয়ের ফলে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বসুন্ধরা কিংস। এ জয়ের ফলে চার খেলায় চারটিতে জয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল বসুন্ধরা কিংস। আর ৫ খেলায় দুই জয়ে ৬ পয়েন্টের বিপরিতে ৩টিতে হরল মুক্তিযোদ্ধা।

পিবিএ/বিএস/জেডআই

আরও পড়ুন...