ফাফ ডু প্লেসি খেলছেন। সুনিল নারিন এসেও ইনজুরির কারণে বসে আছেন। এবার চলে এলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আরেক নামি তারকা মঈন আলি।
আজ (বুধবার) দুপুরেই রাজধানীতে পা রেখেছেন এ ইংলিশ ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় যে ছোট্ট পর্ব (২ দিনের) শুরু হতে যাচ্ছে, সেখানে দেখা যাবে এই হার্ডহিটিং ব্যাটার কাম অফস্পিনারকে।
প্রসঙ্গত, ঢাকায় প্রথম পর্বে দুই ম্যাচ জিতে সবার ওপরে ছিল ইমরুল কায়েস আর লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামে গিয়ে অবস্থানের হেরফের ঘটেছে।
তারপরও এখন ৪ ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। ঢাকা পর্বে আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে। আর পরদিন ৪ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লা খেলবে মিনিস্টার ঢাকার বিপক্ষে।