বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যুবক গ্রেফতার

greftar-500

পিবিএ,ভৈরব: বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ রিয়াজুল হক চৌধুরী (টুটুল) (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। মঙ্গলবার রাতে ভৈরব রেলস্টেশনের দুই নম্বর প্লাটফরম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৬ লাখ ৫২ হাজার ৭৫০ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। আটক রিয়াজুল হক বি-বাড়িয়ার সোহেলপুর গ্রামের হামিদুল হক চৌধুরীর ছেলে।

ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক মো. সুরুজ্জামান জানান, ভৈরব রেলওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় এক যুবক বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে ভৈরব রেলস্টেশনে অবস্থান করছে।

পরে পুলিশ সোর্সের বিবরণ অনুযায়ী তাকে রেলস্টেশনের প্লাটফরম থেকে আটক করার সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে মুদ্রার ব্যাগসহ গ্রেফতার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে ইউএসএ, ইউরোপীয় ইউরো, সৌদি রিয়াল, ওমানি দিনার ও কানাডার ডলার রয়েছে।

এসব মুদ্রার কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেনি বলেই তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মঙ্গলবার রাতে একটি মামলা করেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, এসব মুদ্রা নিয়ে রাতে পারাবত অথবা মহানগর আন্তঃনগর ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল তার। বিকালে তিনি কর্ণফুলী ট্রেনে বি-বাড়িয়া থেকে ভৈরব রেলস্টেশনে এসে যাত্রাবিরতি দেয়। এর পর রাতে তাকে গ্রেফতার করা হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...