পিবিএ ডেস্ক: হঠাৎই বাংলাদেশের ক্রিকেটে আগমন আমিনুল ইসলাম বিপ্লবের। ব্যাটসম্যান বিপ্লবের অভিষেক বোলার হিসেবে। তবে নির্বাচকদের প্রমাণও দেন আস্হার। প্রথম ম্যাচে নজর কাড়া পারফর্মের পর পড়েন ইনজুরিতে। নিজের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে আবারো তার দারুন বোলিং। তাইতো নিজের দলের মতো বিরোধী দলের ক্রিকেটারের কাছে বাহবা পেলেন বিপ্লব।
রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে দুদলের মাঠের লড়াইয়ের পূর্বে আজ প্রথম দিনের মতো অনুশীলনে নামে দুদল। অনুশীলন শেষে ভারতের হয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন স্পিনার যুযবেন্দর চাহাল। সে সময় গত ম্যাচে তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের প্রসংশা করেন তিনি।
আমিনুল ইসলাম বিপ্লবের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে বললে চাহাল বলেন, ‘সে স্পষ্টতই বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করেছে, সেকারণেই সে এখানে খেলতে এসেছে। হতে পারে সে এর আগে ৪০-৫০ টি ম্যাচ খেলেছে। সে খুবই ভালো বোলিং করেছে। তিন ওভারে ২০ এর মতো রান দিয়ে সে দুইটি ক্রুশাল উইকেট নিয়েছে। সুতরাং, সে ভালো বল করেছে।’
মুলত কোন প্রথম শ্রেণির ক্রিকেট না খেলেই জাতীয় দলে অভিষেক হয় বিপ্লবের। আর জাতীয় দলের পরই প্রথম শ্রেণির ক্রিকেটে এনসিএলে অভিষেক হয় তার। যেখানে দু ম্যাচে মাত্র ১ উইকেট নেন বিপ্লব। তবে বয়স ভিত্তিক দলে খেলেছেন তিনি।
পিবিএ/ইকে